×

আন্তর্জাতিক

নতুন ভাইরাস আতঙ্কে চীনে লকডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৮:২০ পিএম

করোনাভাইরাস আবারও হানা দিয়েছে উত্তর-পূর্ব চীনের চাংচুন শহরে। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তাই ৯০ লাখ মানুষের এ শহরটি লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর এপির

জিলিন প্রদেশের রাজধানী চাংচুন দেশটির গুরুত্বপূর্ণ শিল্প নগরী।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পরিবারের একজন সদস্য ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। সেটিও আবার দু’দিন অন্তর। এ সময়ে জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখা হবে।

চলতি সপ্তাহে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০ সালের পর যা এক সপ্তাহে সর্বোচ্চ। মাত্র তিন সপ্তাহ আগেও চীনে দৈনিক সংক্রমণ ছিল একশোরও নীচে।

জানা যায়, সাংহাই শহরেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী বেইজিংয়েও কোনও কোনও এলাকায় আংশিক আবার কোনও এলাকায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App