দ্রব্যমূল্য বৃদ্ধি সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে: মেনন

আগের সংবাদ

সিনেমা ছেড়ে দিচ্ছেন আইরিন!

পরের সংবাদ

রাশিয়ার গ্যাস ও তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছেনা ইইউ

প্রকাশিত: মার্চ ১১, ২০২২ , ৮:৫৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১১, ২০২২ , ৮:৫৬ অপরাহ্ণ
কূটনৈতিক তৎপরতা মুখর ঢাকার দিকে সবার চোখ

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারাও যেন রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেন।

বিশেষ করে ইউরোপের সবচেয়ে বড় জোট ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান বাইডেন। তবে বাইডেনের এ আহ্ববান প্রত্যাখান করে দিয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ।

শুক্রবার (১১ মার্চ) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সরাসরি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না। ফ্রান্সে ইউরোপীয়ান নেতাদের একটি আলোচনায় সভা চলার সময় এমন কথা জানান ভিক্টর ওরবান।

এ বিষয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত আমাদের অনুকূলে গেছে। রাশিয়ান গ্যাস ও তেলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তার মানে হাঙ্গেরির জ্বালানির বিষয়টি সামনের দিনগুলোতে নিশ্চিত থাকল।

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ইউরোপের জন্য অবাস্তব। কারণ ইউরোপের বেশিরভাগ দেশ রুশ জ্বালানির ওপর নির্ভরশীল।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়