×

আন্তর্জাতিক

ভারতের বিধানসভা নির্বাচন: পাঞ্জাব ছাড়া সব প্রদেশে এগিয়ে বিজেপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০১:০৪ পিএম

ভারতের বিধানসভা নির্বাচন: পাঞ্জাব ছাড়া সব প্রদেশে এগিয়ে বিজেপি

প্রতীকী ছবি

ভারতের পাঁচটি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে আজ। এর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, উত্তর প্রদেশে বরাবরের মতোই এগিয়ে রয়েছেন কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে দেশটির পাঞ্জাব প্রদেশে ভারতীয় জাতীয় কংগ্রেসকে টেক্কা দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

ভারতের সংবাদমাধ্যমে এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশের যে দল জয় পায়, তারা কেন্দ্রে ক্ষমতাসীন হয়। তাই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে উত্তর প্রদেশের গুরুত্ব রয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি ভারতের পাঁচটি রাজ্যে ভোট শুরু হয়। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া, মণিপুর ও পাঞ্জাবে এ ভোটগ্রহণ শেষ হয় ১১ ফেব্রুয়ারি। পাঞ্জাব ছাড়া সবগুলো রাজ্যেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। পাঞ্জাবে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ভোটের সর্বশেষ হিসাবে সেখানে ১১৭ আসনে ৯০ আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলটি। অন্যদিকে বিজেপি উত্তর প্রদেশে ৪০৩ আসনে ২৬৭, গোয়ায় ৪০ আসনে ১৮, উত্তরাখন্ডে ৭০ আসনে ৪৩ এবং মণিপুরে ৬০ আসনে ২৭টি আসনে এগিয়ে রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

উত্তর প্রদেশে আবারও ক্ষমতায় আসছে বিজেপি

উত্তর প্রদেশে এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিদ্বন্দ্বী ছিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোট। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশকে ২০১৭ সালে এই বিজেপির কাছেই হারতে হয়েছিলো। এদিকে ভোটগণনার আগেই বুথফেরত জরিপে বলা হয়েছে, উত্তর প্রদেশে আবারও ক্ষমতায় আসছে বিজেপি।

ভারতের গত দুটি সাধারণ নির্বাচনে বিজেপির বিপুল জয়লাভের কৃতিত্ব দাবি করতেই পারেন উত্তর প্রদেশের ভোটাররা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলটি এ রাজ্যে ৭১টি আসন পেয়েছিলো। অন্যদিকে ২০১৯ সালের নির্বাচনে পেয়েছিল ৬২টি আসন।

কৃষক আন্দোলনে বিজেপির নড়বড়ে অবস্থান

এবার উত্তর প্রদেশে এবার বিজেপির অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিলো বিতর্কিত কৃষি আইনের জেরে। এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোরনের মুখে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার সেই আইন বাতিল করতে বাধ্য হয়। আদিত্যনাথকে জিতিয়ে আনতে খোদ নরেন্দ্র মোদিও বারবার উত্তর প্রদেশে ছুটে গেছেন ভোটের প্রচারে।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, ১৯৮৯ সাল থেকে উত্তর প্রদেশে কোনো দলই পরপর দুই মেয়াদে জয় পায়নি। বিজেপি ও আদিত্যনাথ এ ধারা ভাঙতে চলেছেন বলেই বুথফেরত জরিপে আভাস মিলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App