×

খেলা

ক্রিকেট মাঠে কুকুর ঢুকলে কী হবে, আসল নতুন নিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১২:০৮ পিএম

ক্রিকেট মাঠে কুকুর ঢুকলে কী হবে, আসল নতুন নিয়ম

ফাইল ছবি

ক্রিকেট মাঠে কুকুর ঢুকলে কী হবে, আসল নতুন নিয়ম

ফাইল ছবি

ক্রিকেট মাঠে কুকুর ঢুকলে কী হবে, আসল নতুন নিয়ম

আজই ক্রিকেটের আইন রক্ষক ও নির্মাতা এমসিসির পক্ষে খেলার একগুচ্ছ নিয়ম বদল বা নতুন নিয়ম চালু করার বিধান দেয়া হয়েছে। সেই তালিকায় এবার মাঠের মধ্যে অযাচিত কোনো ব্যক্তি বা কুকুর প্রবেশ করলে কী করা হবে, তাও জানিয়ে দেয়া হল আম্পায়রদের।

ক্রীড়াজগতে ক্রিকেট হোক বা ফুটবল বা অন্য় কোনো খেলা, অহরহ মাঠের মধ্যে অযাচিত ব্যক্তি ঢুকে বহুবার খেলায় বিঘ্ন ঘটিয়েছেন। কখনও বা তারা ছুটে গিয়েছেন নিজের প্রিয় তারকার স্পর্শ পেতে কখনও বা স্রেফ মজার ছলে সকলের দৃষ্টি আকর্ষণে অনেকে এই কাজ করেছেন। এমনকী, কুকর বা বিড়ালের মতো প্রাণীরাও মাঠে ঢুকে পড়ায় অনেক সময়ই খেলা থামিয়ে দিতে হয়েছে। এবার থেকে ক্রিকেট মাঠে এই ধরনের কোনো ঘটনা ঘটলে, আম্পায়ার সেই বলকে ডেড বল ডাকতে পারবেন।

[caption id="attachment_339230" align="aligncenter" width="700"] ফাইল ছবি[/caption]

এমসিসির নতুন নিয়মে বলা হয়েছে, কোনো বস্তু বা প্রাণীর অযাচিত প্রবেশে খেলায় যদি বিঘ্ন ঘটে এবং তাতে যদি কোনো দল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই বলকে আম্পায়ারদের বাতিল করে দিতে বলা হয়েছে। তবে এই নিয়মের জেরে আদৌও এই ঘটনাগুলির নিরন্তরতায় কোনো পরিবর্তন হয় কিনা, এখন সেটাই দেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App