×

জাতীয়

অবৈধ সম্পদ অর্জন: রূপগঞ্জের কমিশনার আতিকুরের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

সাড়ে সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। দুদকের উপ-পরিচালক অজয় কুমার সাহা শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

তদন্ত সূত্র বলছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমানের নামে মোট সাত কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ১১২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যার মধ্যে তার দাখিল করা সম্পদ বিবরণীতে তিন কোটি ৮৫ লাখ ৬২ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পাঁচ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ১১২ টাকার অবৈধ সম্পদের তথ্য রয়েছে।

আতিকুর রহমান তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App