×

জাতীয়

এবার ঈদের ছুটি হতে পারে ৯ দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৯:১৫ পিএম

একদিনের বাড়তি ছুটি মিললেই এবার ঈদুল ফিতরে ছুটি হতে পারে টানা ৯ দিন। মঙ্গলবার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ করা এ বছরের রমজানের সময়সূচি থেকে জানা গেছে এমন তথ্য।

সময়সূচিতে দেখা যায়, ৩ এপ্রিল রমজান শুরুর সম্ভাব্য তারিখ। রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে। ঈদের ছুটি মূলত তিন দিনের। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ক্যালেন্ডারে দেখা যায়, ঈদের আগের শুক্রবার ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। এই দুদিন সাপ্তাহিক ছুটি। ১ মে রবিবার মহান মে দিবস। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি। পরদিন ৫ মে বৃহস্পতিবার সকল সরকারি অফিস-আদালত খুলবে। তবে এই একদিন অর্থাৎ ৫ মে বৃহস্পতিবারের ছুটি নিতে পারলে সঙ্গে আরও দুদিন অর্থাৎ ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) যোগ হয়ে ছুটি ৯ দিন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App