×

আন্তর্জাতিক

ইউক্রেন সরকার উৎখাত নয়, আলোচনায় অগ্রগতি হচ্ছে: রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৫:১৬ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছে রাশিয়া। বুধবার (৯ মার্চ) রুশ সেনাবাহিনীকে এমন নির্দেশ নির্দেশ দেয়া হয়নি উল্লেখ করে ক্রেমলিনের তরফে আরও বলা হয়েছে, সমস্যা সমাধানে ইউক্রেনের সঙ্গে যে আলোচনা চলছে, তাতে কিছুটা অগ্রগতি হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনকে দখল করা বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারকে ছুড়ে ফেলে দেয়ার কোনও বাসনা নেই মস্কোর। তিনি বলেন, 'ইউক্রেনকে দখল বা ইউক্রেন রাষ্ট্রকে ধ্বংস করা বা সেই দেশের সরকারকে উৎখাত করার' লক্ষ্য নেই রাশিয়ার সেনাবাহিনীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App