×

জাতীয়

সয়াবিন তেলের মূল্য নিয়ে রিট শুনানি আবারও পেছাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০১:২০ পিএম

সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি আবারও পেছানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন দুপুরে আবেদনটি শুনানির জন্য তালিকায় আসে। এর আগে একটি সম্পূরক আবেদন করেন রিটকারী আইনজীবী মনির হোসেন।

সোমবার শুনানির শুরুতেই আদালত রিট আবেদনের বিভিন্ন সংশোধনের কথা বলেন। এসময় পয়েন্ট ধরে ধরে আইনজীবীকে সংশোধনের কথা বলেন আদালত। মনিটরিং সেল গঠনের নীতিমালা নিয়েও আদালত কথা বলেন।

রিটকারীদের পক্ষে মুহিদুল কবির আদালতকে বলেন, একটু তাড়াহুড়ো করায় আবেদনে ভুলত্রুটি হয়ে গেছে। পরে আদালত এ বিষয়ে সংশোধন করে মঙ্গলবার আসতে বলেন।

গত ৬ মার্চ ভোজ্যতেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

৩ মার্চ একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত সয়াবিন তেলের ওপর প্রতিবেদন আদালতের নজরে আনেন এই আইনজীবী। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App