×

আন্তর্জাতিক

যুদ্ধে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ১১:২৭ এএম

যুদ্ধে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

নিহত রুশ জেনারেল ভিটালি গেরাসিমভ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ জেনারেলকে হত্যা করা হয়েছে। দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ইউক্রেনের খারকিভে লড়াই করার সময় নিহত হন। নিহতের পরিচয় মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। তিনি রাশিয়ার সেনাবাহিনীর ৪১তম পদাতিক ডেপুটি কমান্ডার।

এর আগে ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে প্রথম রুশ সেনা আন্দ্রেই সুখোভেৎস্কি নিহত হন। তিনিও রাশিয়ার সেনাবাহিনীর ৪১তম পদাতিক ডেপুটি কমান্ডার ছিলেন। খবর সংবাদ প্রতিদিনের।

এখন পর্যন্ত ইউক্রেন ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যা করেছে। যদিও রাশিয়া অন্তত ৫০০ সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে।

ভিটালি গেরাসিমভ কে

সাহসিকতা ও সেনা সঞ্চালনার জন্য রুশ ফৌজে বেশ নামডাক আছে ভিতালি গেরাসিমভের। দ্বিতীয় চেচেন যুদ্ধ থেকে শুরু করে ২০১৪ সালে ক্রিমিয়া দখল ও সিরিয়ায় বেশ কয়েকটি রুশ সামরিক অভিযানে অংশ নিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অসম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ একাধিক মেডেল ও সামরিক সম্মান পেয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, এহেন সেনানায়কের মৃত্যুর খবর সত্য হলে তা রুশ বাহিনীর মনোবলে আঘাত হানবে। অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনীকে লড়াই চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App