×

তথ্যপ্রযুক্তি

পৃথিবীর খুব কাছে কোনো ব্ল্যাকহোল নেই: গবেষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:৫২ এএম

পৃথিবীর খুব কাছে কোনো ব্ল্যাকহোল নেই: গবেষণা

প্রতীকী ছবি

পৃথিবীর খুব কাছে ব্ল্যাকহোলের কোনো অস্তিত্ব আছে কিনা তা নিয়ে বহুদিন ধরে গবেষকরা গবেষণা করছেন। একদল গবেষক বলেন ব্ল্যাকহোল আছে, তো আরেকদল গবেষক বলেন- নেই। কয়েক মাস আগেই এক অনুসন্ধানে বিজ্ঞানীরা দাবি করেছিলেন পৃথিবীর খুব কাছেই রয়েছে ব্ল্যাকহোল।

গত বুধবার (২ মার্চ) ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রতিবেদনে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীর গবেষকরা এইচআর-৬৮১৯ আলোকবিন্দুকে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর বলে উল্লেখ করেন। ২০২০ সালে চিলিভিত্তিক ইএসও’র প্রধান নির্বাহী থমাস রিভনাস তার গবেষণাপত্রে উল্লেখ করেছিলেন, আকাশে নক্ষত্রের মতো উজ্জ্বল ব্ল্যাকহোল পাওয়ার খবরটি আনন্দদায়ক এবং সংবাদপত্রের মুখরোচক শিরোনাম হওয়ার যোগ্য।

তবে সম্প্রতি বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ক্যাথলিক ইউনিভার্সিটি লয়ভেনের গবেষক জুলিয়া বোদেন্সটেইনার। তিনি বলেছেন, এইচআর-৬৮১৯ বাইনারি সিস্টেমের অংশ হতে পারে। ব্ল্যাকহোল নয়। অর্থাৎ এইচআর-৬৮১৯ নামের ব্ল্যাকহোলটি খুঁজে পাওয়া যায়নি। খবর ইয়ন নিউজের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App