×

সারাদেশ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:০২ পিএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ায় বালুখালীর কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় রোহিঙ্গারা জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের কতুপালং ৬ নম্বর ক্যাম্পেও।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন বলেন, এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে মারা যাওয়া শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ৩০০ ঘর আগুনে পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীও আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ ব্যাপারে এখনো বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App