হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান দিয়ে গাঁজা পাচারের সময় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) ভোরে মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী বাজার এলাকায় চেক পোষ্ট বসিয়ে পিকআপ আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেতি কান্দা গ্রামের সিরাজুল ইসলাম ছেলে কামাল মিয়া (৪০) ও একই এলাকার শহিদ মিয়ার ছেলে তানভির মিয়া (২২)।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওইদিন ভোরে চৌমুহনী বটতলা এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান ও এএসআই ইমরান চেক পোষ্ট বসিয়ে পিকআপ (মিনি ট্রাক) ঢাকা মেট্টো ন-১৯-৩০৫৩ আটক করে গাড়ীর পাটাতনের মধ্যে বিশেষ কায়দায় স্টিলের শিট দ্বারা আবৃত অবস্থায় রাখা, ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় ওই ২ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।