×

জাতীয়

সয়াবিন তেল নিয়ে রিটের শুনানি মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

সয়াবিন তেল নিয়ে রিটের শুনানি মঙ্গলবার

ফাইল ছবি।

সয়াবিন তেলের বাজারমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হলে আইনজীবী সৈয়দ মহিদুল কবীরের উদ্দেশে বিচারপতিদের একজন বলেন, সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত। তাই আবেদনটি নির্ভুল করে মঙ্গলবার নিয়ে আসুন।

এর আগে রবিবার সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরিতে হাইকোর্টে রিট করেন তিন আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।

এতে বাণিজ্যসচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App