×

জাতীয়

করোনার গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ২৮ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, একদিনে ১ কোটি টিকাদান’ কার্যক্রমে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে আগামী ২৮ মার্চ থেকে। ৩ দিনব্যাপী এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।

সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, যারা বিশেষ ওই টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্র থেকে ২য় ডোজ টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।

মন্ত্রী বলেন, গত ২৬ ফেব্রুয়ারির আগ থেকে ধরে ৯ দিনে ৩ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৭৫ ভাগ মানুষকে টিকা দেয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে ৫ বছর থেকে তদূর্ধ্ব বয়সি শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সবুজ সংকেত পেলে শিগগিরই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App