×

আন্তর্জাতিক

অমৃতসরে সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ কনস্টেবল নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৬:০৯ পিএম

অমৃতসরে সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ কনস্টেবল নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল এলোপাতাড়ি গুলি করে তার চার সহকর্মীকে হত্যা করেছে। রবিবার (৬ মার্চ) সকালে পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে এমন ঘটনা ঘটে।

হামলাকারী বিএসএফ সদস্যের নাম সত্তেপা এসকে। সহকর্মীদের সঙ্গে বচসার একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন এই বিএসএফ কনস্টেবল। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ বলছে, খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে, সেখানে সকালে সাতেপ্পা এসকে নামে বিএসএফের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালান।

বিএসএফ সূত্রে জানা গেছে, আহত জওয়ানদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চার জওয়ান নিহত হয়েছেন। সাতেপ্পা নিজেও মারা গেছেন। কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে।

প্রাথমিক ভাবে জানা গেছে, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে বচসা চলাকালীন আচমকাই সাতেপ্পা গুলি চালিয়ে দেন। যদিও কোন পরিস্থিতিতে ওই জওয়ান গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App