×

খেলা

টাইগাররা ১১৬ রানের লক্ষ্য দিল আফগানদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৪:৪৮ পিএম

টাইগাররা ১১৬ রানের লক্ষ্য দিল আফগানদের
টাইগাররা ১১৬ রানের লক্ষ্য দিল আফগানদের
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। বল হাতে শনিবার (৫ মার্চ) আজমতউল্লাহ-রশিদরা চেপে ধরেন সাকিব-মুশফিকদের। ফলে ৯উইকেট খুইয়ে ১১৫ রান তুলতে সক্ষম হয় মাহমুদউল্লাহ বাহিনী। এদিন মুমিম শাহরিয়ার মোহাম্মদ নবীর করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আউট হন। ১০ বলে ১ চারে মুনিমের ব্যাট থেকে আসে ৪ রান। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন লিটন দাস। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। এই ম্যাচে ১ ছয় মেরে তেমন আভাসই দিচ্ছিলেন। তবে ১০ রানে থামতে হয় তাকে। [caption id="attachment_338439" align="aligncenter" width="743"] দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত একটি শট খেলার সময় লিটন দাস[/caption] এরপর দলীয় ৩৮ রানে আউট হন মোহাম্মদ নাঈম। তিন উইকেট খুইয়ে টাইগাররা যখন ধুঁকছিল তখন হাল ধরতে পারেননি সাকিব আল হাসান। তিনি আজমতুল্লাহর বলে আউট হন। ১৫ বলে ৯ রান করেন সাকিব। এরপর দলীয় ৮৮রানে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মুশফিককে ভালো সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার দলপতি। মাহমুদউল্লাহ ১৪বলে ৩চারের সাহায্যে ২১রান করেন। ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি মুশফিক। তিনি ২৫ বলে ৩০ রান করেন। এরপর নিয়মিত উইকেট হারিয়ে বড় সঙ্গে তুলতে ব্যর্থ হয় টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App