×

খেলা

একের পর এক উইকেট খুইয়ে চাপে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৪:১৫ পিএম

একের পর এক উইকেট খুইয়ে চাপে টাইগাররা

শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৯ রান তুলে আউট হন সাকিব আল হাসান

আফগানিস্তানের বোলারদের তেজে সিরিজ জয়ের মিশনে খেলতে নেমে শুরুটা যাচ্ছেতাই হলো টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে দলীয় পঞ্চাশের আগেই সাজঘরে ফিরে গেছেন প্রথম চার ব্যাটার। এদিন মুমিম শাহরিয়ার মোহাম্মদ নবীর করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আউট হন। ১০ বলে ১ চারে মুনিমের ব্যাট থেকে আসে ৪ রান। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন লিটন দাস। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। এই ম্যাচে ১ ছয় মেরে তেমন আভাসই দিচ্ছিলেন। তবে ১০ রানে থামতে হয় তাকে। এরপর দলীয় ৩৮ রানে আউট হন মোহাম্মদ নাঈম। [caption id="attachment_338434" align="aligncenter" width="642"] শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৯ রান তুলে আউট হন সাকিব আল হাসান। ছবি: ভোরের কাগজ[/caption] তিন উইকেট খুইয়ে টাইগাররা যখন ধুঁকছিল তখন হাল ধরতে পারেননি সাকিব আল হাসান। আজমতুল্লাহর বলে। একটু দৌড়ে গিয়ে বল আউট হন। সাকিব ১৫ বলে ৯ রান করেন তিনি। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৪৭ রান। পরিস্থিতি সামাল দেওয়ার মিশনে উইকেটে রয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ১০০তম টি-টোয়েন্টি খেলতে নামা মুশফিকুর রহিম। ১-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয়ের আশায় মিরপুরে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। তবে টস জিতে ব্যাটিং নিয়ে যেন বড় ভুল সিদ্ধান্তই নিয়ে বসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এমনটাই বলতে চাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। টি-টোয়েন্টির মতো ধুমধাড়াক্কার ম্যাচে পাওয়ার প্লেতে এসেছে মাত্র ৩৪ রান। দলের অন্যতম ভরসা লিটন দাস আজ করেছেন মাত্র ১৩ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App