ইউক্রেনে হামলার মধ্যেই ফেসবুক, টুইটার ও ইউটিউব নিষিদ্ধ করেছে রাশিয়া। শুক্রবার দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর এ নিষেধাজ্ঞা আরোপ করে।
রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের অক্টোবর থেকে রাশিয়ার বিরুদ্ধে ২৬টি বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। খবর আল জাজিরার।
রাশিয়ার নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মেটা প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে রুশ ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্যের উৎস থেকে বিচ্ছিন্ন করা হবে। একই সঙ্গে হোয়াইট হাউসও এ পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।