×

আন্তর্জাতিক

রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে: ন্যাটো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১০:০৮ পিএম

রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে: ন্যাটো

নেটোর মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ

ন্যাটোর মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ বলছেন, ইউক্রেন আগ্রাসনের সময় রাশিয়া যে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, তার প্রমাণ তারা পেয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ক্লাস্টার বোমা ব্যবহার হতে দেখেছি, এবং আরও অন্য ধরনের গোলা ব্যবহার করার খবর পেয়েছি যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করা কিংবা সে দেশে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা এই পশ্চিমা সামরিক জোটের নেই বলে মি. স্টলটেনবার্গ জানান।

তবে ইউক্রেনকে অন্যভাবে সাহায্য করার কথা তিনি বলেন।

ন্যাটো মহাসচিব একই সঙ্গে এই আগ্রাসনের অবসান ঘটানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানান।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App