×

আন্তর্জাতিক

বাইডেনকে পরোয়া করেন না সৌদি যুবরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:১৬ এএম

বাইডেনকে পরোয়া করেন না সৌদি যুবরাজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় করেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, কোনো বিষয়ে বাইডেন ভুল বুঝলেও তার কিছু যায় আসে না। বৃহস্পতিবার (৩ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করে দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, খুবই সাধারণ কথা, আমি তাকে পরোয়া করি না। যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের কাজ।

তুরস্কের রিসোর্টে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ২০১৮ সালে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জড়িয়ে অভিযোগ করা হয়। এছাড়া ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকে সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন এবং ইয়েমেন যুদ্ধের প্রতি কঠোর অবস্থান নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App