প্রেমিককে ভিডিও কলে রেখে এরশাদ শিকদারের মেয়ের আত্মাহত্যা

আগের সংবাদ

হাদিসুরের জানাজা শেষে মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর

পরের সংবাদ

রায় দেখেই জায়েদকে শপথ পড়ানো হয়েছে: ইলিয়াস কাঞ্চন (ভিডিও)

প্রকাশিত: মার্চ ৪, ২০২২ , ৬:৫৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ৪, ২০২২ , ৮:১৮ অপরাহ্ণ

কোর্টের রায় দেখেই জায়েদ খান ও তার প্যানেলের নির্বাচিত কয়েকজন সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (৪ মার্চ) বিকেলে এফডিসিতে এই শপথবাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুণ ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে। তখন নিপুণকে শপথ পাঠ করিয়ে ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সে প্রসঙ্গ টেনে শপথ শেষে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ইলিয়াস কাঞ্চনের কাছে জানতে চান, একই সভাপতি দু’জন সাধারণ সম্পাদককে শপথ পড়াতে পারেন কিনা? জবাবে তিনি বলেন, আগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন, তিনি সে সময় বৈধ ছিলেন। পাঠ করিয়েছি। তারপর মামলা-মোকদ্দমা হয়েছে, এখন কোর্ট যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছে। আমাকে সেইভাবেই করতে হবে। এর বাইরে তো আমি যেতে পারব না। যদি কোনো নিয়ম থাকে, তাহলে আপনি আমাকে বলেন।

আরেকজন জানতে চান শপথবাক্য পাঠ করার সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা আছে কিনা? ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের নিয়ম সেটি হলো যে, আমাদের যে শপথ এটা দীর্ঘদিন ধরে সমিতির নিয়মে এটা গঠনতন্ত্রের মধ্যে কোথাও নাই যে তাকে শপথবাক্য পাঠ করতে হবে। এতদিনের মধ্যে করতে হবে এমন নাই। তবে একটা জিনিস আছে, সেটি হলো যে, মিটিংয়ে অ্যাটেন্ড করার বিষয়টি আছে। সেই জায়গায় শপথবাক্য সে যেকোনো সময় করতে পারে।

এ সময় জায়েদ খান বলেন, আমাদের গত কার্যকরী কমিটিতে কিন্তু একেকজন এক মিটিং, দুই মিটিং পর এসে শপথ নিয়েছেন। আমাদের এটি একটি আনুষ্ঠানিকতা হয় মাত্র, প্রোভিশনের মতো। সেখানে আসলে শপথ আনুষ্ঠানিকতা মাত্র।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়