×

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ যুদ্ধের পর তাইওয়ানে কি হামলা করবে চীন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৯:৩২ পিএম

ইউক্রেনের বুকে রাশিয়ার হামলার মাঝে গোটা বিশ্ব জুড়ে রয়েছে আতঙ্কের পরিস্থিতি। এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পিছপা হননি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবসিদ্ধ মেজাজে তিনি দিয়েছেন প্রতিক্রিয়া। খবর হিন্দুস্তান টাইমস।

মার্কিন প্রেসিডেন্টের মসনদে ডোনাল্ড ট্রাম্পের অধিষ্ঠানকালে চীনের সঙ্গে সর্বনিম্নস্তরে চলে যায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এবার ইউক্রেনে রুশ হামলা ইস্যুতে ফের একবার প্রতিক্রিয়া দিতে গিয়ে চীনকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স বিজনেজ চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র কত বোকা। তিনি বলেন,'অবশ্যই, ওরা (চীন) এটা করবে (তাইওয়ানে হামলা)।' এরসঙ্গেই তিনি শি জিনপিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, 'এককালে প্রেসিডেন্ট শি জিনপিং একজন বুদ্ধিমান মানুষ ছিলেন এবং তিনি দেখছেন কী হয়েছে আফগানিস্তানে, তিনি দেখেছেন আমরা কীভাবে আফগানিস্তান ছেড়ে এসেছি.. ছেড়ে এসেছি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেখানে.... এটাই তার সুযোগ তিনি যা করতে চান তা করার।'

উল্লেখ্য, চীনের নাম করে কটাক্ষের সুরে ট্রাম্প যে নাম না করে নব্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করেছেন, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ইউক্রেনের বুকে রুশ হামলা নিয়ে তিনি বলেন, যেভাবে রাশিয়াকে মোক্ষম জবাব দিচ্ছে ইউক্রেন তা প্রসংশার যোগ্য। অনেকেই যা ভাবতে পারেননি, তাই করেছে ইউক্রেন, এমনই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের মসনদে থাকলে রাশিয়ার প্রেসিডেন্ট কখনওই এমন আক্রমণ করতেন না। বাইডের দিকে নাম না করে ক্ষোভের সুরে ট্রাম্প বলেন, 'বহু মানুষ মারা যাচ্ছেন। আর আমরা এটা হতে দিচ্ছি। এটা হত না (যদি আমি প্রেসিডেন্ট থাকতাম।) এটা কখনওই হওয়া উচিত ছিল না। এটা পুতিন করতেন না আমার সঙ্গে (আমি থাকলে)।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App