ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসন শহর এখন পুরোপুরি রাশিয়ার দখলে। এরই মধ্যে শহরটির আঞ্চলিক প্রশাসনিক ভবন দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। প্রদেশটির শাসনকর্তা হেনাডলি লাহুতা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
রাশিয়ার দখলে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ শহর এটিই। এর আগে প্রধান দুটি শহর খারকিভ ও মারিউপুল দখলে নেয় রুশ বাহিনী।
খেরসনের পাশেই রয়েছে ক্রিমিয়া। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে এ অঞ্চল দখল করে নেয় রাশিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।