×

শিক্ষা

স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১০:৪০ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজ থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরু হলো। একইসঙ্গে প্রাথমিকের ক্লাস শুরু হয়েছে। এর মাধ‍্যমে আমরা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। করোনায় শিক্ষাতে যে ক্ষতি হয়েছে তাও আমরা পূরণের চেষ্টা করছি। হয়ত এই শিক্ষাবর্ষেই সব ঘাটতি পূরণ করতে পারব না।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ঢাকা কলেজে চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাশ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের ক্লাস শুরুর পর প্রথম কদিন আগের পড়ে আসা পাঠগুলো ঝালিয়ে নিতে। তাতে শিক্ষার্থীরা উপকৃত হবে। করোনায় যেটুকু ক্ষতি হয়েছিল তা এই পদ্ধতিতে কিছু পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

পরে মন্ত্রী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ‍্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এসে চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠ‍্যবই উদ্বোধন করেন। এসময় মন্ত্রী বলেন, শিশু-কিশোররা যাতে আনন্দের মধ‍্যে পাঠ নিতে পারে সরকার সেভাবেই পাঠ‍্যবই প্রণয়ন করছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষাকে আনন্দঘন করতে পাঠ‍্যপুস্তক পরিবর্তন করা দরকার এবং সরকার এখন সেটিই করছে।

সংশ্লিষ্টরা বলেছেন, এবছর একাদশ শ্রেণিতে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এদের মধ্যে প্রথম তিন ধাপে মনোনয়ন পেয়ে ১৩ লাখ ৪২ হাজার শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তি হয়েছে। আর চতুর্থ ধাপে ১ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী কলেজ ভর্তির মনোনয়ন পেয়েছেন।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, তিন ধাপে অনলাইন আবেদন নেয়ার পরেও চতুর্থ ধাপে অনলাইনে দেড় লক্ষাধিক শিক্ষার্থী কলেজ ভর্তির সুযোগ পেয়েছে। চতুর্থ ধাপে এক লাখ ৫৫ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য বিভিন্ন কলেজে মনোনীত হয়েছেন। মঙ্গলবার রাত আটটায় বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আজ থেকে কাল বিকাল ৫টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App