×

সারাদেশ

রামগড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৫:১১ পিএম

রামগড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব

বুধবার বেলা সাড়ে ১২টার সময় রামগড়ে সফরকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নির্মিত বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পার্বত্য সচিব। ছবি: ভোরের কাগজ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১২টার সময় রামগড়ে সফরকালে তিনি রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নব নির্মিত তৈচালাপাড়া ব্রীজ ও সহসংঘ আলোপাড়া রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি তৈছালাপাড়ায় রামগড় মিনি মৎস্য হ্যাচারীর খোঁজ খবর নেন এবং হ্যাচারীর কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা দেন।

সফরকালীন সময়ে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, একান্ত সচিব নুসরাত জাহান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App