×

জাতীয়

দুই মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৩:১১ পিএম

নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২ মার্চ) মামলা দুইটির চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন রিজভী আদালতে উপস্থিত হননি। এরপর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলা দুইটির চার্জশিট আমলে নিয়ে আসামি রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দুইটি দায়ের করা হয়। উল্লেখ্য এরআগেও আসামি রিজভীর বিরুদ্ধে অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা ও শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজভী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App