×

আন্তর্জাতিক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করলো রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১১:১৭ এএম

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করলো রাশিয়া

ফাইল ছবি

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করলো রাশিয়া

রাশিয়ার সেনাবাহিনীর গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের খারকিভ শহর। ছবি: সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনী এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বুধবার (২ মার্চ) খারসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্য বলেছেন, লড়াইয়ে শহরটিতে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।

খারকিভের পতনের পর শহরটিতে আকাশ থেকে রাশিয়ার ছত্রীসেনারা নেমে আসছে, এমন খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা জানিয়েছে, খারকিভের বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সৈন্যরা খারকিভের উত্তর-পূর্বের এক শহরে স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। সংঘাত চলমান রয়েছে। খারকিভ রুশ ভাষাভাষীদের শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ছয়টা বাজে। ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ। মঙ্গলবার শহরের স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা চালানো হয়। পরে শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন। মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জনের মৃত্যু হয়, আহত হন বহু মানুষ । খবর বিবিসি ও াস্এনএসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App