ময়মনসিংহের ফুলপুরে ৯৯৯ নম্বরে কল পেয়ে বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ। আজ বুধবার (২ মার্চ) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বাল্যবিবাহের আয়োজনের মধ্যেই মোছা. হাফছা আকতার (১৫) ৯৯৯ নম্বরে কল করে। এরপর ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, সহ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এবং অতিরিক্ত সহ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিবাহ বন্ধ করেন। হাফসা আকতার ব্র্যাক এনজিও স্কুল থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। সে আরও পড়াশুনা করতে চায়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মেয়েটির অভিভাবককে আমি নিজে গিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে তারা তাদের ভুল বুঝতে পারে এবং মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগে তার বিয়ে দেবেন না বলে প্রতিজ্ঞা করেন। মেয়েটির পড়াশুনা চালিয়ে যাবে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।