দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। হালনাগাতে বেড়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন।
বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। মোট ভোটারের মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন হিজড়া রয়েছেন।
২০২১ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটার ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। ১.৪০ শতাংশ হারে বৃদ্ধিতে এবার ভোটার বেড়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।