×

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা শান্তি আলোচনা বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৮:১৫ পিএম

রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা শান্তি আলোচনা বুধবার

ছবি: তাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে দেশ দুটি দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে আগামীকাল বুধবার। মঙ্গলবার (১ মার্চ) এই খবর জানায় রাশিয়ান বার্তা সংস্থা তাস। ইউক্রেনের সংবাদমাধ্যম জেরকালো নেদেলির বরাতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার ফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা চলে। এর মধ্যে দুই বার ভেঙে যায় আলোচনা।

এ দিকে ইউক্রেনের সংবাদমাধ্যম গ্ল্যাভকম দেশটির প্রতিনিধি দলের সূত্রের বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনকে ইউরোপীয় ব্লক থেকে নিজেদের বিরত রাখার বিষয়ে প্রতিশ্রুতি চেয়েছে এবং এই বিষয়ের ওপর একটি গণভোট আয়োজনের দাবি করেছে। এ ছাড়া স্বাধীন দেশ হিসেব দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতির দাবি করেছে এবং ক্রিমিয়ার দাবি ছাড়তে বলেছে।

ইউক্রেন যুদ্ধবিরতি ও রাশিয়ান সৈন্য প্রত্যাহারের দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App