×

শিক্ষা

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন ইবি কর্মকর্তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৭ পিএম

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন ইবি কর্মকর্তারা

সোমবার বিকেল সাড়ে ৩ টায় কর্মকর্তা সমিতির কার্যালয়ে তাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম ও অন্যান্যরা। ছবি: ভোরের কাগজ

‘আমরা যখন আন্দোলন শুরু করি ঠিক তখনই কর্তৃপক্ষ দাবিসমূহ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন স্থগিত করিয়েছেন কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কর্মকর্তা সমিতির কার্যালয়ে তাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম। এ সময় তিনি তিন দফা দাবির কথাও সাংবাদিকদের জানান। তিনি বলেন, ইবি কর্মকর্তা সমিতির পক্ষ থেকে সহকারী রেজিস্ট্রার বা সমমান পদের প্রারম্ভিক বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা, উপ-রেজিস্ট্রার বা সমমান পদের প্রারম্ভিক বেতন স্কেল ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা এবং চাকুরির অবসর বয়সসীমা ৬২ বছর করার বাতিলকৃত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন করে আসছি। এটিএম এমদাদুল আলম বলেন, উক্ত দাবিসহ কর্মঘন্টা ঠিক রেখে (১দিন ছুটি) পূর্বের ন্যায় অফিস সময় নির্ধারণের দাবিতে আমরা আবারও নিয়মতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে আসছি। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে ভর্তি কার্যক্রমসহ ছাত্র-ছাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট সকল কার্যক্রম ও জরুরী সেবা প্রদানকারী অফিসগুলো আমরা এ কর্মসূচির বাইরে রেখেছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের কাছে আমরা বহুবার দাবিসমূহ বাস্তবায়নের জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি। ঢাবি, রাবি, চবি জাবি, পাবিপ্রবি, নোবিপ্রবিসহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে আমাদের এই দাবিকৃত দাবিসমূহ বাস্তবায়িত হওয়ায় বর্তমান প্রশাসন আমাদের এই ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেন এবং তা বাস্তবায়নের জন্য বারবার দৃঢ়ভাবে প্রতিশ্রুতি প্রদান করেন। ইতোমধ্যে ইবির সহকারী ও সমমান পদে কর্মরত সিনিয়র মেডিকেল অফিসার এবং আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার ও সহকারী প্রধান কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬) প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। এটিএম এমদাদুল আলম আরও বলেন, কতৃর্পক্ষের সর্বশেষ দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৫৪ তম সিন্ডিকেট সভায় আমাদের বেতন স্কেল সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা জাতীয় পে-কমিশন কর্তৃক ঘোষিত সরকারী আদেশের পরিপন্থী। তাদের এই সিদ্ধান্ত আমাদের জন্য আত্মঘাতী যা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। লিখিত বক্তব্য শেষে ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুসহ অন্য সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট, সাবেক সভাপতি শামছুল ইসলাম জোহা, সাবেক যু্গ্ম-সম্পাদক রাশিদুজ্জামান খান টুটুলসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App