×

সারাদেশ

টেকনাফ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম

টেকনাফ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

রবিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন টেকনাফ থেকে ১ লাখ পিস ইয়াবা আটক করেছে। ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন টেকনাফ থেকে ১ লাখ পিস ইয়াবা আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি জানায়, রবিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রেজুআমতলী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

ভোর সাড়ে পাঁচটায় কয়েকজন ইয়াবা পাচারকারী সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বিজিবির ওপর গুলিবর্ষণ করে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালায়।

চোরাকারবারীরা তখন তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত গভীর জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App