×

আন্তর্জাতিক

কিয়েভ বাসিন্দাদের শহর ছাড়ার অনুরোধ মস্কোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৫ পিএম

কিয়েভ বাসিন্দাদের শহর ছাড়ার অনুরোধ মস্কোর

ইউক্রেন হামলার পঞ্চম দিনের মাথায় এ অনুরোধ জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহর ছাড়ার অনুরোধ জানিয়েছে রাশিয়া। ইউক্রেন হামলার পঞ্চম দিনের মাথায় এ অনুরোধ জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা কিয়েভের বাসিন্দাদের অনুরোধ করছি একটি নির্দিষ্ট পথ ধরে শহর ছেড়ে যাওয়ার জন্য যেন আমরা তাদের নিরাপত্তা দিতে পারি। আমি আবার বলছি, রাশিয়ার সেনারা শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ভয়াবহ সংঘাত চলছে। হামলার পঞ্চম দিন গড়ানোর মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেন দাবি করছে, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চারদিনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App