×

আন্তর্জাতিক

রুশ পরমাণু শক্তিকে 'বিশেষ সতর্ক' থাকতে পুতিনের আদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৫ পিএম

রুশ পরমাণু শক্তিকে 'বিশেষ সতর্ক' থাকতে পুতিনের আদেশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে রাখতে আদেশ দিয়েছেন। খবর বিবিসির।

রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা।

পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি অবন্ধুসুলভ পদক্ষেপ নিয়েছে এবং বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। নেটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতির পর তিনি এমন আদেশ দিয়েছেন।

এদিকে পুতিনের এমন আদেশকে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা  ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

নেটো জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ একে "বিপজ্জনক ও দায়িত্বহীন" বলে বর্ণনা করেছেন।

ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলছে।

বিবিসির বিশ্লেষণ: পারমাণবিক শক্তির বিশেষ সতর্কাবস্থার অর্থ কী?

বিবিসির বিশ্লেষক গর্ডন কোরেরা বলেন, পারমাণবিক শক্তির বিশেষ সতর্কাবস্থার অর্থ এই নয় যে বর্তমানে এ অস্ত্র ব্যবহারের ইচ্ছে রয়েছে রাশিয়ার। তবে এর অর্থ হচ্ছে, মস্কো একটি সতর্কবার্তা দিচ্ছে, এবং সতর্কাবস্থার মাত্রা বাড়ানোর ফলে কৌশলগত অস্ত্র নিক্ষেপ আরো দ্রুতগতিতে করা সহজতর হতে পারে।

রাশিয়ার কাছে পরমাণু অস্ত্রের যে মজুত আছে তা পৃথিবীর বৃহত্তম। কয়েকদিন আগেই রুশ নেতা ইউক্রেন অভিযান শুরুর সময় এক হুঁশিয়ারি দিয়েছিলেন যে “কেউ এতে বাধা দেবার চেষ্টা করলে এমন পরিণতি হবে যা তার ইতিহাসে কখনো দেখা যায়নি। “

একে তখন অনেকেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বলে ব্যাখ্যা করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App