×

খেলা

ম্যানসিটির মান বাঁচালেন ফোডেন

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৫ এএম

ম্যানসিটির মান বাঁচালেন ফোডেন
ম্যানসিটির মান বাঁচালেন ফোডেন

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচে খেলোয়াড়দের বল দখলের চেষ্টা। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিল ফোডেনের একমাত্র গোলে রবিবার এভারটনের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো গার্দিওলার দল। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রতিবাদে ইউক্রেনের প্রতি সমথর্ন প্রদর্শন করে গুডিসন পার্কে ম্যাচের শুরুতে মাঠে নামার সময় এভারটনের খেলোয়াড়রা ইউক্রেনের পতাকা কাঁধে জড়িয়ে মাঠে নামেন এবং ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা মূল জার্সির ওপর আলাদা একটি জার্সি পরে যার মাঝে ইউক্রেনের পতাকার নিচে লেখা ছিলো 'নো ওয়ার'। এভারটন এর আগে ম্যান সিটির বিপক্ষে শেষ ১৭ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে এবং শেষ আট ম্যাচে টানা হারের স্বাদ নিয়েই মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে দেখা যায় সিটিকে। নিজেদের রক্ষণভাগ সামলিয়ে বেশ কয়েকবার ম্যানসিটির বিপদ সীমানায় আক্রমণ চালিয়েছে এভারটনের খেলোয়াড়রা । প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো ল্যাম্পার্ডের দল। ম্যাচের ২৮ মিনিটে বক্সের ভেতর সিটি ডিফেন্ডার রদ্রির হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে এভারটন। তবে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তা বাতিল করে দেন। পুরো ম্যাচে সিটির খেলোয়াড়দের বক্সের বাইরে থেকে নেওয়া বেশ কয়েকটি জোরালো শট ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ম্যাচের ৩৬ তম মিনিটে বক্সের বাঁ পাশ থেকে রিচার্লিসনের শট ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এডারসন। দ্বিতীয়ার্ধের ৫৬ তম মিনিটে বার্নার্ডো সিলভার বাড়ানো বলে বক্সের বাঁ পাশ থেকে ফোডেন জোরালো শট নিলেও পিকফোর্ড তা ঠেকিয়ে দেন। ৬৫ মিনিটে সিটি ডিফেন্ডার জন স্টোনসের বক্সের বাইরে থেকে নেওয়া শট আরো একবার ঠেকিয়ে দেন পিকফোর্ড। ম্যাচের ৬৮ তম মিনিটে এসে বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনের জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেন পিকফোর্ড, এরপর আবার বক্সের ডানপাশে থাকা সিলভার কাছে বল গেলে তিনি বাম পায়ের জোরালো শট নিলে এবারও দলকে রক্ষা করেন পিকফোর্ড। একের পর এক আক্রমণ করা সিটি গোলের দেখা পায় ৮২ মিনিটে । বাম দিক থেকে সিলভার বাড়ানো বল এভারটন ডিফেন্ডার হোলগেটের পায়ে লেগে পোস্টের একেবারে সামনে চলে গেলে আরেক ডিফেন্ডার কিনও মিস করে বসেন। পেছনে থাকে ফোডেন ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ের তা জালে জড়ান। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচজুড়ে গোলপোস্ট অক্ষত রাখা গোলরক্ষক পিকফোর্ডের এবার চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না। এরপর ম্যাচে আর কোন গোল না হলে ১-০ তে জয় নিয়েই মাঠা ছাড়ে সিটি। এ জয়ে ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। দুই নম্বারে থাকা লিভারপুলের ২৬ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App