×

জাতীয়

দেশের উৎপাদিত করোনা টিকা গরীব দেশে বিনামূল্যে দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৩ পিএম

দেশের উৎপাদিত করোনা টিকা গরীব দেশে বিনামূল্যে দেয়া হবে

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দেশে করোনা প্রতিরোধী টিকা উৎপাদন করে গরীব দেশকে বিনামূল্যে টিকা দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইমেরিটাস অধ্যাপক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এবিএম আবদুল্লাহ বলেন, দেশে টিকা উৎপাদন হবে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি এবং গরীব দেশকে বিনামূল্যে টিকা দেয়া সম্ভব হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, দেশের ইতিহাসে এত সংখ্যক নিয়োগ আর কখনও হয়নি। জনগণের টাকায়, তাদের ট্যাক্সের টাকায় আমরা চিকিৎসক হয়েছি। নামমাত্র মূল্যে চিকিৎসক হয়েছি। নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন আমাদের পেছনে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App