×

আন্তর্জাতিক

ইউরোপের অধিকাংশ দেশের আকাশে নিষিদ্ধ রুশ বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৪ পিএম

ইউরোপের অধিকাংশ দেশের আকাশে নিষিদ্ধ রুশ বিমান

রুশ বিমান

ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশই রাশিয়ার বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) জার্মানির এআরডি টেলিভিশন তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউরোপের বেশির ভাগ দেশ তাদের আকাশসীমা রাশিয়ার জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে।

এই তালিকায় রয়েছে ব্রিটেন, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। এরআগে জার্মানির বৃহত্তম বিমান সংস্থা ‘লুফথানসা’ জানিয়েছিল যে, তারা রাশিয়ায় ফ্লাইট বাতিল করেছে এবং পরবর্তী সাত দিন ট্রানজিটের জন্য রাশিয়ার আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকবে।

অন্যদিকে রাশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স ইউরোপগামী অধিকাংশ ফ্লাইট একের পর এক বাতিল করেছে। এর মধ্যে প্যারিস ও ভিয়েনাগামী ফ্লাইটও রয়েছে। রাশিয়ার এস সেভেন এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৩ মার্চ পর্যন্ত ইউরোপের সব ফ্লাইট বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App