×

বিনোদন

ইউক্রেন নিয়ে কবীর সুমনের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ এএম

ইউক্রেন নিয়ে কবীর সুমনের গান

কবীর সুমন

ইউক্রেন নিয়ে কবীর সুমনের গান

যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান লিখলেন কিংবদন্তী সংগীতশিল্পী কবীর সুমন। তার লেখা গানটি হিন্দিতে রূপান্তরের দায়িত্ব দিয়েছেন ছেলে অনির্বাণ সাধুকে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কবীর সুমন গানটি লিখেছেন। গানের কথাগুলো হলো: ‘কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’

নতুন গান প্রসঙ্গে সুমন বলেন, ‌‌‌‌আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেব, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App