×

আন্তর্জাতিক

পুতিনের আলোচনার প্রস্তাবে রাজি জেলেনস্কি, তবে বেলারুশে নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪১ পিএম

পুতিনের আলোচনার প্রস্তাবে রাজি জেলেনস্কি, তবে বেলারুশে নয়

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

পুতিনের আলোচনার প্রস্তাবে রাজি জেলেনস্কি, তবে বেলারুশে নয়
পুতিনের আলোচনার প্রস্তাবে রাজি জেলেনস্কি, তবে বেলারুশে নয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

যুদ্ধ থামাতে চেয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদর আশঙ্কা, তীরে এসে তরী ডুবতে পারে। কেন না আলোচনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আলোচনাস্থল বেলারুস। তাই বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত।

দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকের পরামর্শ দিয়েছেন জেলেনস্কি। এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই।

এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধি দল গোমেলে পৌঁছে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App