×

স্বাস্থ্য

আজ ও কাল চলবে গণটিকা কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ এএম

আজ ও কাল চলবে গণটিকা কার্যক্রম

প্রতীকী ছবি

সময় বাড়ানোর পর আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) ও সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) আরও দুদিন ব্যাপী গণটিকা কার্যক্রম চলবে বলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

এক কোটি মানুষকে টিকাদানের লক্ষ্য পূরণে বিভিন্ন হাসপাতালের বাইরেও স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, প্রাথমিক বিদ্যালয়, কাউন্সিলরের কার্যালয়, ইউনিয়ন পরিষদ এবং খোলা মাঠেও টিকা দেয়ার ব্যবস্থা করা হয়। বেশিরভাগ গণটিকা কেন্দ্রেই টিকা নিতে অনেক মানুষের ভিড় দেখা গেছে। তাদের মধ্যে অনেকেই টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। আবার অনেক টিকাকেন্দ্রে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটতেও দেখা গেছে।

টিকাদানের তারিখ নির্দিষ্ট করে দেয়ার পর থেকেই এমন চাপ তৈরি হয়েছে। এসব বিবেচনা করেই টিকা দেয়ার দিন আরও দুদিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চলমান গণটিকা কর্মসূচি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তখন দ্বিতীয় ডোজ আর বুস্টার ডোজের পাশাপাশি কেউ প্রথম ডোজের জন্য এলে তাকেও আমরা টিকা দেবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App