ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনার প্রকোপ যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে। সোনা মসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী এসব তথ্য জানান।
সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। মতবিনিময় সভা শেষে বীরশ্রষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।