×

জাতীয়

শ্রীলঙ্কার পথে ছয় বাংলাদেশি ভ্রামণিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১১ এএম

শ্রীলঙ্কা যাচ্ছেন ছয় বাংলাদেশি ভ্রামণিক। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের চারজন লেখক ও দুই আলোকচিত্রী এ ভ্রমণে রয়েছেন। তারা ৮ দিন শ্রীলঙ্কার উল্লেখযোগ্য পর্যটন স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেন।

ভ্রামণিক দলের নেতৃত্ব দিচ্ছেন- অ্যাসোসিয়েশন সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল। অন্যরা হলেন- জাকারিয়া মণ্ডল, এস. এম. সাজ্জাদ হোসেন, আবীর আবদুল্লাহ, আজিম খান রনি ও শাকিল বিন মুশতাক। এ ভ্রমণের আয়োজন করছে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইনস। আবাসনসহ অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় রয়েছে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয় ও ট্যুরিজম প্রমোশন বোর্ড। সার্বিক তত্ত্বাবধানে করছে ঢাকাস্থ শ্রীলঙ্কার হাইকমিশন।

শ্রীলঙ্কাস্থ বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে। সফর শেষে ছয়জন ভ্রমণকারী শ্রীলঙ্কার র্পযটন মন্ত্রণালয়, মিডিয়া হাউজের উচ্চপদস্থ র্কমর্কতাদরে সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার জন্য সাক্ষাৎ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App