ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। অনবরত গোলাগুলি, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে চারদিক। ততক্ষণে কিয়েভে এসে পড়েছে রুশ সেনারা। মানুষজন ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এর মধ্যেই জীবন বাঁচাতে পাতাল রেলে একজন ২৩ বছর বয়সী তরুণী জন্ম দিলেন ফুটফুটে এক মেয়েশিশুর।
স্থানীয় সময় রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বাইরে গুলির শব্দ। আর ভেতরে ওই তরুণী প্রসববেদনায় কাতরাচ্ছেন। স্থানীয় পুলিশ সদস্যরা এ বিষয়ে জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে সহায়তা করেন। এরপরই তিনি ওই মেয়েশিশুর জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ‘মিয়া’। খবর ডেইলি মেইলের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।