×

খেলা

ম্যাচ চলাকালীন ফোন করে লিটন-মুশফিককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পিএম

চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ-আফগানিস্তান। এসময় দুই দেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি টিভির পর্দায় উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু যে খেলা দেখেছেন তা নয়, ভালো খেলায় সঙ্গে সঙ্গে ফোন দিয়েই লিটন দাস ও মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, প্রধানমন্ত্রী ম্যাচ চলাকালীন সময়ে অন্তত পাঁচবার ফোন করেছেন। এ ব্যাপারে পাপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লিটন দাস। অন্যদিকে মুশফিকুর রহিম করেন ৮৬ রান। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে ৮৮ রানের বড় জয় তুলে নিতে সমর্থ হয় টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App