×

আন্তর্জাতিক

৭ বছর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছাড়ালো ১০০ ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২২ পিএম

৭ বছর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছাড়ালো ১০০ ডলার

প্রতীকী ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাত বছর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারলপ্রতি দাম ১০০ ডলার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর তেলের বাজারে এ প্রভাব পড়ে। খবর বিবিসি ও এনডিটিভির।

বৃহস্পতিবার ইউরোপে আগাম কেনাবেচায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের (৪২ মার্কিন গ্যালন বা ১৫৯ ব্রিটিশ লিটার) দাম পাঁচ দশমিক চার শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে উঠেছে। ২০১৪ সালের পর বিশ্ববাজারে এটিই জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।

এর আগে বুধবার ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯৯ ডলার পর্যন্ত উঠেছিল। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারিমিডিয়েটের (ডব্লিউটিআই) তেল ৫ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৭ ডলারে উন্নীত হয়েছে। একই দিন ব্যারেলপ্রতি ডব্লিউটিআই তেল ৯৬ ডলার পর্যন্ত উঠে আবার কমেছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে জানিয়েছেন সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং।

তেলের সঙ্গে বেড়েছে গ্যাস ও সোনার দাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের পাশাপাশি গ্যাসের দামও বেড়েছে। এরই মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম ১১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। ইতোমধ্যেই বাজারে সোনার দাম রয়েছে উর্ধ্বমুখী। সোনার আউন্সপ্রতি দাম এক দশমিক ৮২ শতাংশ বেড়ে এখন এক হাজার ৯৪২ ডলার ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শেয়ারের দর ও সূচকের পতন অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App