×

শিক্ষা

শিক্ষার্থী সেবা বাড়াতে জাবিতে ছাত্রলীগের আট দফা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

শিক্ষার্থী সেবা বাড়াতে জাবিতে ছাত্রলীগের আট দফা দাবি

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদানে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: ভোরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আট দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এসময় উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

আট দফা দাবিতে উল্লেখ করা হয় অনতিবিলম্বে স্থগিত ও অসমাপ্ত পরীক্ষাসমূহ গ্রহণ; অ্যাম্বুলেন্স অপ্রতুলতা দূর করা; বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ও জয়বাংলা গেইটে সাইকেল স্ট্যান্ড স্থাপন করা, টার্জানপয়েন্ট সংলগ্ন রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, সিএন্ডবি মোড় থেকে বিশমাইল (হাইওয়ে) পর্যন্ত পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন ও ময়লা অপসারণের ব্যবস্থা করা, মশা নিধনের ব্যবস্থা ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পায়ে চালিত রিক্সার সংখ্যা বাড়ানো।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে মতবিনিময় শেষে এই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করেছি। তারই প্রেক্ষিতে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে অতি দ্রুত পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি। সেই সঙ্গে শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির পক্ষে আমরা সবসময় পাশে থাকবো।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App