×

আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করছে রাশিয়া, ঘোষণা পুতিনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩ এএম

ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় টেলিভিশনে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

পুতিন বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা রয়েছেন তারা অস্ত্র ফেলে ঘরে ফিরে যান। খবর বিবিসি, এএফপি ও রয়টার্স ও আনন্দবাজার পত্রিকার। যে কোনো রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এর ফলে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সেনা অভিযান শুরু হয়ে গেল। যা এতদিন অবশ্যম্ভাবী বলে মনে করছিল পশ্চিমী দুনিয়া, বৃহস্পতিবার ভোর থেকেই তা পুরোদস্তুর শুরু হয়ে গেল। ইউক্রেনের সেনাদের অস্ত্র ছাড়ার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনারা ইতোমধ্যেই ডনবাস এলাকায় (ডোনেৎস্ক ও লুহানস্ক এলাকাকে একত্রে এই নামে ডাকা হয়) সামরিক অভিযান শুরু করে দিয়েছে। কয়েক ঘণ্টা আগেই ইউরোপে যুদ্ধের আশঙ্কার কথা শোনা গিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্‌স্কির মুখে। অবশ্যম্ভাবী আগ্রাসনের বিরোধিতায় রুশ জনতাকে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন তিনি। মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেন্‌স্কি বলেন, ইউরোপে একটা বিরাট যুদ্ধ শুরু করতে চলেছে রাশিয়া। রুশ জনতার কাছে আবেদন, আপনারা এই নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এরই মধ্যে ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেলেন্‌স্কি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেন-রাশিয়া সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছে। সেখানেও হামলা অবশ্যম্ভাবী বলে মনে করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব ইতোমধ্যেই পুতিনকে অনুরোধ করেছেন সেনা আগ্রাসন বন্ধ করতে। যদিও ডনবাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ক্ষেত্রে এখনও অনড় পুতিন। আর এর ফলেই বোধ হয় এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ। রাত পোহানোর আগেই পুরোদস্তুর হামলা শুরু হয়ে গেল। মধ্যরাতে দেশবাসীর উদ্দেশে ভাষণে সেই সুরই ধরা পড়ল ইউক্রেনের প্রেসিডেন্টের গলায়। আমেরিকাও জানাচ্ছে, ইউক্রেন-রাশিয়া সীমান্তের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক দিয়ে পুরোদস্তর হামলা চালানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে রুশ সেনারা। হামলা এখন কেবল সময়ের অপেক্ষা। যদিও নিজের ভাষণে জেলেন্‌স্কি বার বার দাবি করেছেন, তার দেশ রাশিয়ার কাছে মোটেও আতঙ্কের কারণ নয়। তিনি বলেন, ইউক্রেনের জনতা এবং সরকার শান্তি চায়। কিন্তু যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এই প্রেক্ষিতেই জেলেন্‌স্কি শুভবুদ্ধি সম্পন্ন রুশদের কাছে পুতিনের আগ্রাসন মোকাবিলায় উদ্যোগ নেয়ার আবেদন জানিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, জেলেন্‌স্কির আবেদনে কাজ হবে কি? আমেরিকার দাবি, ইউক্রেন সীমান্ত বরাবর প্রায় ২ লাখ সেনার সমাবেশ করেছে মস্কো। সেই বিপুল সৈন্য ইউক্রেনের দিকে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই ইউক্রেনের সেনাদের মোকাবেলায় পুতিনের সাহায্য চেয়েছেন রুশপন্থী ডোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত প্রধান। সব মিলিয়ে রক্তক্ষয়ী সামরিক অভিযান আর এড়ানো গেল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App