×

আন্তর্জাতিক

ওমিক্রনের ‘বিএ.২’ আরও বেশি সংক্রামক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭ পিএম

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনের নতুন উপধরন ‘বিএ.২’ এর কথা জানিয়েছে। আগের উপধরন ‘বিএ.১’ এর চেয়ে এটি বেশি সংক্রামক।

এ খবরে নতুন আরেকটি বিপদের আশঙ্কা করতে পারেন অনেকে। কিন্তু বিপদের কথা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বস্তির কথা শুনিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বিএ.২’ নামে এ উপধরন উদ্বেগজনক। একে ওমিক্রনের নতুন ধরন হিসেবে ধরতে হবে। তবে একে পর্যবেক্ষণ করা হবে। এটি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা এটি সংক্রামক হলেও মূল ধরনের মতো ভয়ংকর নয়। খবর সংবাদ প্রতিদিনের।

ওমিক্রনের নতুন উপধরন ‘বিএ.২’ ডেনমার্কে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানেও এর সংক্রমণ রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। আগের উপধরনের তুলনায় ‘বিএ.২’ দ্রুত ছড়ায়। কিন্তু ডেল্টার মতো নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App