×

রাজধানী

আধুনিক শহর গঠনে প্রবাসীদের সম্পৃক্ত করবে ডিএনসিসি: আতিকুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৫ পিএম

আধুনিক শহর গঠনে প্রবাসীদের সম্পৃক্ত করবে ডিএনসিসি: আতিকুল ইসলাম

বুধবার গুলশান-২ নগরভবনে প্রবাসি বাংলাদেশিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষতে মেয়র আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ আজকে আধুনিক বিশ্বের উন্নয়নের রোল মডেল। এ অর্জনের পিছনে প্রবাসীদের একটা বড় অবদান রয়েছে। ইতোমধ্যে আমরা নগরীর উন্নয়নে সিটি বন্ড চালু করেছি। এরকম আরও নানা উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নের সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ত করা যেতে পারে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-২ নগরভবনে প্রবাসি বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষতে এলে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের আধুনিক শহরগুলো যারা সবোর্চ্চ নাগরিক সুবিধা প্রদান করে, তাদের থেকে প্রযুক্তি সহায়তা নিয়ে ঢাকাকে আরও আধুনিক করতে প্রবাসীদের সহায়তা দরকার।’

তিনি বলেন, ‘ঢাকাকে একটি সুন্দর, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে প্রবাসীদের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি বন্ধন তৈরী করতে চায়। যাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারি।’

মেয়র বলেন, ‘আমরা বিশ্বে বাংলাদেশের অবস্থানকে তুলে দরতে কাজ করছি। এজন্য প্রবাসী ব্যবসায়ীদের সহযোগিতা দরকার।’

মেয়র বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশে তাদের অর্থ বিনিয়োগ করতে পারে। এ জন্য ইউরোপীয় ইউনিয়নসহ সারা বিশ্বের সঙ্গে আমরা কাজ করতে চাই। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীসহ সবার সঙ্গে একটি বন্ধন তৈরি করতে হবে।’

মেয়র বলেন, ‘আমরা আমাদের খালগুলোকে সুন্দর করার পরিকল্পনা নিয়েছি। ট্যাক্স বৃদ্ধি না করে ট্যাক্সের পরিমাণ কিভাবে বৃদ্ধি করতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি। স্মার্ট সিটির ৮টি বিষয়ের মধ্যে দুটি আমরা করে ফেলছি। প্রথমটি স্মার্ট লাইট ও দ্বিতীয়টি হোল্ডিং ট্যাক্স অটোমেশন।’

এ সময় প্রবাসীরা মশা নিধন, উন্নত ফুটপাত ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার দাবি জানান।

মেয়র বলেন, ‘আমরা প্রবাসীদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের জন্য দরজা খুলেছে।’

মশা মারার ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতার কথা প্রবাসীদের থেকে শুনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সেখানে কি ধরনের মেশিন ব্যবহার করা হয় তা খোঁজ নেয়ার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, আমরা এখনই সেখান থেকে দশটি মেশিন কিনতে চাই।

নগরবাসীকে কিভাবে নাগরিক সুবিধা দিতে পারি সে জন্য কাজ করছি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কিভাবে কাজ করা যায় সে বিষয়েও প্রবাসীদের কাছ থেকে পরামর্শ চান মেয়র।

উন্নত শহর ব্যবস্থাপনায় সফল ভারতের ইন্দোর সিটির সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকবার অনলাইনে বৈঠক করা হয়েছে বলেও জানান মেয়র।

ব্যবসা ও পরিবেশবান্ধব শহরে গঠনে কিভাবে কাজ করা যায় সেজন্য প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশিদের কাছ থেকে লিখিত প্রস্তাবনা প্রত্যাশা করেন তিনি।

এ সময় তিনি আরো জানান, ‘রাজধানীর খালগুলোকে কিভাবে ইউরোপিয়ান শহরের খালের মতো করে দৃষ্টিনন্দন করা যায় সে বিষয়েও প্রবাসীদের সঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App