×

রাজধানী

রাজধানীর পান্থপথের একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৬ পিএম

রাজধানীর পান্থপথের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে চার কিশোর। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এই দুর্ঘটনায় দগ্ধ চারজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই হোটেল ক্যাফে আল বারাকার কর্মী।

দুর্ঘটনায় আহতরা হল- মো. সারওয়ার (১৬), মো. তামিম (১৭), ফারহান হোসেন (১৫) এবং মো. ফয়সাল (১৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, জরুরি বিভাগে দগ্ধ কিশোরদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা ভর্তির পর নির্ধারণ করা হবে।

ওই কিশোরদের একজন সহকর্মী বাবুর হোসেন জানায়, সকালে রান্না ঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হয়। দ্রুতই অনেকে বের হতে পারলেও ওরা বের হতে পারেনি।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) জাফর আহমেদ জানান, কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। কারও গাফিলতি ছিল কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App